Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ‘জঙ্গির’ লাশ উদ্ধার, আদালতে হামলার পরিকল্পনা ছিল: র‌্যাব


৫ অক্টোবর ২০১৮ ১২:৩৬ | আপডেট: ৫ অক্টোবর ২০১৮ ১২:৪৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাইয়ে গোলাগুলি ও বিস্ফোরণের পর একটি বাড়ি থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাড়িটিকে জঙ্গিরা আস্তানা হিসেবে ব্যবহার করছিল বলে দাবি র‌্যাবের।

শুক্রবার (৫ অক্টোবর) সকাল সোয়া ১১ টার দিকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজনই পুরুষ বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা।

বাড়িটি থেকে একটি একে-২২ রাইফেল, পাঁচটি গ্রেনেড, তিনটি পিস্তলসহ বিভিন্ন অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে র‌্যাবের অভিযানও সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

জঙ্গি আস্তানায় অভিযানের সময় চৌধুরী ম্যানশন নামের বাড়িটির মালিক ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে র‌্যাব। র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সারাবাংলাকে বলেন, চট্টগ্রাম আদালতে হামলার পরিকল্পনা নিয়ে মিরসরাইয়ে আস্তানাটি গড়ে তুলেছিল জঙ্গিরা। র‌্যাবের অভিযানে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে।

এর আগে বৃহস্পতিবার রাত ২ টার দিকে মহাসড়ক থেকে আনুমানিক ১০০ গজ দূরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র‌্যাব। এ সময় বাড়ির ভেতর থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। তখন ভেতরে বোমার বিস্ফোরণে বাড়ির চালের একাংশ উড়ে যায়।

সকাল ৯টায় ঢাকা থেকে র‌্যাবের বোমা নিস্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযান জোরদার হয়। একটানা অভিযান চলে দুপুর ১২ টা পর্যন্ত।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম সারাবাংলাকে জানান, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা। তাদের পরিচয় বাড়ির মালিকের জানা নেই।

বিজ্ঞাপন

অভিযানের সময় বাড়িটিতে নারীসহ চারজন আছেন বলে তথ্য পেয়েছিল র‌্যাব। এর মধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা ধারণা করছেন।

সারাবাংলা/আরডি/জেএএম

আরও পড়ুন:

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে মিরসরাইয়ে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

বিজ্ঞাপন

খুলনায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ৫
১৯ জানুয়ারি ২০২৫ ১৫:১৫

আরো

সম্পর্কিত খবর