Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ


৬ অক্টোবর ২০১৮ ১১:৩১

।। হৃদয় দেবনাথ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মৌলভীবাজার: মৌলভীবাজারে জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ। আর এ পদ্ধতিতে টমেটো চাষ করে ইতোমধ্যেই স্বাবলম্বী হয়েছেন শ্রীমঙ্গল উপজেলার খোয়াশপুর গ্রামের দরিদ্র কৃষক নাজিম উদ্দিন! অনেক কৃষকের জমির লাগানো টমেটো গাছে ফুল ছেড়েছে। আর এক মাসের মধ্যেই ফল আসতে শুরু হবে। আর এ কারণেই জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ। এ পদ্ধতিতে টমেটো চাষ করে কৃষকের শ্রম ও সময় কম লাগে। খরচও লাগে কম।

বিজ্ঞাপন

কৃষক নাজিম উদ্দিন জানান, কৃষি অফিসের সহায়তায় খণ্ডকালীন একটি ট্রেনিং করে ১০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে টমেটোর চাষ করেছেন। স্থানীয় কৃষি অফিসের পরামর্শে জমি তৈরি ও বেড প্রস্তুত করে চলতি বছরের জুলাই মাসে চারা রোপণ করেছিলেন তিনি! মাত্র কয়েক মাসেই প্রতিটি গাছে আট থেকে দশ কেজি করে টমেটো ধরেছে। এ পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় প্রচণ্ড আশাবাদী এই কৃষক। শিগগিরই আরও বড় জায়গা নিয়ে বড় পরিসরে তিনি এ পদ্ধতিতে টমেটো চাষ বাড়াতে চান! ফলন ভালো হয়েছে পাশাপাশি বাজারে বিক্রি করে ভালো দাম পেয়ে প্রচণ্ড খুশি কৃষক নাজিম উদ্দিন।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, মালচিং হলো এক ধরনের পলিথিন। যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রোগজীবাণু থেকেও গাছকে রক্ষা করে। অতিরিক্ত পানি রোধ করে। গাছের গোড়ায় আগাছা হয় না। এই পদ্ধতিতে টমেটো চাষ করতে হলে প্রথমে জমি তৈরি করে মাটির সঙ্গে প্রয়োজন মতো সার মিশিয়ে নিয়ে বেড তৈরি করতে হয়। বেডের প্রস্থ হবে এক মিটার। এক বেড থেকে আরেক বেডের দূরত্ব হবে ৩০ সেন্টিমিটার। এরপর জমিতে তৈরি করা সবকটি বেড মালচিং পলিথিন দিয়ে ডেকে দিতে হবে। পলিথিনের নিচে যাতে পানি প্রবেশ করতে না পারে তাই বেডের চারপাশে পলিথিনের উপরে ভালোভাবে মাটিচাপা দিতে হবে। বেডে চারা রোপণের জন্য ১৮ ইঞ্চি দূরত্ব রাখতে হবে। চার ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে ছিদ্র করে ওই ছিদ্রে টমেটোর চারা রোপণ করতে হবে।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষকরা জানান, টমেটো চাষে জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ। এ পদ্ধতিতে টমেটো চাষে শ্রম ও সময় কম লাগে। খরচও কম হয়। টমেটো শীতকালীন ফসল হলেও চলতি মৌসুমে এ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা এবার মালচিং পদ্ধতির দিকে ঝুঁকছে।

উপজেলা কৃষি কর্মকতা নিলুফার ইয়াসমিন জানান, উপজেলার খোয়াশপুর এ মালচিং পদ্ধতিতে টমেটোর চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এতে কৃষকদের শ্রম, সময় ও অর্থ কম লাগছে। সারা দেশেই কৃষকরা এ পদ্ধতিতে টমেটো চাষ করতে পারবে। বিশেষ করে বৃষ্টিপ্রবণ অঞ্চলের জন্য এ পদ্ধতি খুবই উপযোগী।

সারাবাংলা/এমএইচ

টমেটো বাম্পার ফলন মালচিং পদ্ধতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর