Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষ সিনেটরদের সমর্থন পাচ্ছেন কাভানাহ


৬ অক্টোবর ২০১৮ ১৩:০৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

চূড়ান্ত ভোটের আগে শীর্ষ সিনেটরদের সমর্থন পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনোনীত সুপ্রিম কোর্টের বিচারক ব্রেট কাভানাহ।

শনিবার (৬ অক্টোবর) তার মনোনয়ন নিশ্চিত করতে চূড়ান্ত ভোট দেওয়ার কথা রয়েছে সিনেট প্যানেলের।

এর আগে একাধিক যৌন হামলার অভিযোগ থাকায় কাভানাহর মনোনয়ন নিশ্চিত করার বিষয়টি পিছিয়েছিল রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট প্যানেল। তবে একটি অভিযোগ নিয়ে এফবিআইয়ের তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ার পর দু’জন সিনেটর তার পক্ষে সমর্থন দেওয়ার কথা নিশ্চিত করেন।

এরা হলেন রিপাবলিকান সিনেটর সুজান কলিন্স ও ডেমোক্রেট সিনেটর জো মানচিন। তারা দুজনেই শুক্রবার (৫ অক্টোবর) কাভানাহর প্রতি সমর্থন জানান।

উল্লেখ্য, কাভানাহ সুপ্রিম কোর্টের বিচারক নির্বাচিত হলে তাতে কনজারভেটিভদের প্রভাব বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

সিনেটে রিপাবলিকানরা ৫১ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ দল। তার মধ্যে দুই সিনেটর কাভানাহর প্রতি সমর্থন জানানোয় তার মনোনয়ন প্রায় নিশ্চিত হিসেবেই ধরা হচ্ছে।

চূড়ান্ত ভোটে মনোনয়ন নিশ্চিত হলে আজীবনের জন্য সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পাবেন কাভানাহ। যেখানে গর্ভপাত ও অস্ত্র নিয়ন্ত্রণের মত গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, কাভানাহর মনোনয়ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও বড় জয় হবে। কেননা এতে করে দেশটির সর্বোচ্চ আদালতে তার প্রশাসনের প্রভাব বৃদ্ধি পাবে।

কাভানাহর বিরুদ্ধে অভিযোগ :

ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন ব্লেজি ফোর্ড অভিযোগ করেছেন যে, ১৯৮২ সালে কিশোরী বয়সে তার ওপর যৌন নির্যাতন চালান কাভানাহ। তবে কাভানাহ এই অভিযোগ অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন

যদিও এফবিআইএর তদন্তে এই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ব্রেট কাভানাহ।

অন্যদিকে বিরোধী শিবিরের ডেমোক্র্যাটরা বলছেন, হোয়াইট হাউজ তদন্তের সময়সীমা পাঁচদিন নির্দিষ্ট করে দেওয়ায় তদন্তটি অসম্পূর্ণ রয়ে গেছে।

ফোর্ড ছাড়াও আরো দুই নারী কাভানাহর বিরুদ্ধে যৌন হামলার অভিযোগ এনেছেন। কাভানাহ সবগুলো অভিযোগই অস্বীকার করেছেন।

সারাবাংলা/এসএমএন

ব্রেট কাভানাহ মার্কিন সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর