Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুধের মধ্যে টেংরা মাছ!


৬ অক্টোবর ২০১৮ ১৪:০১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দুধের মধ্যে জীবন্ত টেংরা মাছ পাওয়ায় আট মণ দুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুধে নদীর পানি মেশানোর অপরাধে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের উল্লহপাড়া উপজেলার দহকুলা নদীর ঘাটে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুধে ভেজাল দেওয়ার খবরে উপজেলার দহকুলা নদী ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। সেখানে নৌকার ওপর ৪০ কেজি দুধের ক্যানে ৮ কেজি করে নদীর পানি মেশানোর সময় রায়গঞ্জের ঘুড়কা বেলতলার দুধ ব্যবসায়ী আব্দুল মোত্তালেবকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন। তার কাছ থেকে জব্দ করা দুধ নদীতে ঢেলে ফেলার সময় দুধের পাত্র থেকে একটি জীবন্ত টেংরা মাছ বেরিয়ে আসে।

এ ঘটনাটি এখন স্থানীয়দের মুখে মুখে ফিরছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উল্লাহপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জান জানান, দুধে ভেজাল মেশানোর খবরে সকালে অভিযান চালান তারা। দুধে পানি মেশানোর বিষয়টি হাতে নাতে ধরা পরায় এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভেজাল দুধ ধ্বংস করার সময় ক্যানের ভেতরে জীবন্ত টেংরা মাছ পাওয়ার কথা জানিয়ে বিচারক বলেন, টেংরা মাছসহই ওই দুধ ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল।

সারাবাংলা/এমএইচ/এসএমএন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর