চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানায়’ নিহতদের পরিচয় মেলেনি, মামলা দায়ের
৬ অক্টোবর ২০১৮ ১৫:৩৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাই উপজেলায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের সময় গোলাগুলি এবং আত্মঘাতী বিস্ফোরণে দুইজনের মৃত্যুর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (৫ অক্টোবর) গভীর রাতে র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি মামলাটি করেছেন।
সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ৬(২) এর (উ) ধারায় দায়ের হওয়া মামলাটিতে অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।
ওসি বলেন, ‘বিস্ফোরণে যে দুই জঙ্গি নিহত হয়েছে, তাদের পরিচয় এখনও মেলেনি। মামলার এজাহারেও তাদের পরিচয় না পাওয়ার কথা বলা হয়েছে। এজাহারে আসামিদের কারও নাম-পরিচয় উল্লেখ নেই।’
বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাত ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে আনুমানিক ১০০ গজ দূরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় একটি বাড়ি ঘিরে অভিযান শুরু করে র্যাব। এসময় বাড়ির ভেতর থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। তখন ভেতরে বোমার বিস্ফোরণে বাড়ির চালের একাংশ উড়ে যায়।
সকাল ৯টায় ঢাকা থেকে র্যাবের বোমা নিস্ক্রিয়করণ টিম ঘটনাস্থলে পৌঁছলে অভিযান জোরদার হয়। বেলা সোয়া ১১ টার দিকে দুজনের লাশ উদ্ধার করা হয়। দুজনই পুরুষ বলে জানান র্যাবের কর্মকর্তারা।
বাড়িটি থেকে একটি একে-২২ রাইফেল, পাঁচটি গ্রেনেড, দুইটি পিস্তলসহ বিভিন্ন অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করা হয়।
জঙ্গিদের পরিচয় জানাতে না পারলেও আস্তানাটি জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বলে জানান র্যাব কর্মকর্তারা।
আরো পড়ুন : দুই ‘জঙ্গির’ লাশ উদ্ধার, আদালতে হামলার পরিকল্পনা ছিল: র্যাব
সারাবাংলা/আরডি/এসএমএন