Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউয়ে পৌঁছালেন খালেদা জিয়া


৬ অক্টোবর ২০১৮ ১৫:৫৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শ ও পরবর্তী সময়ে হাইকোর্টের আদেশে এখানেই কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা হবে।

শনিবার (৬ অক্টোবর) বিকেল ৩টা ৪৩ মিনিটের দিকে বিএসএমএমইউয়ে পৌঁছান খালেদা জিয়া। গাড়ি থেকে নামলে তাকে হুইল চেয়ারে করে ভেতরে নিয়ে যাওয়া হয়।

এর আগে, দুপুর ৩টা ১০ মিনিটে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে বহনকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পেট্রোল কারটি বিএসএমএমইউয়ের পথে রওনা দেয়।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোয়েল চত্বর হয়ে সুপ্রিম কোর্ট, মৎস ভবন মোড়, হেয়ার রোড মিন্টু রোড হয়ে বিএসএমএমইউ পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি।

খালেদা জিয়াকে ভর্তির পর এক ব্রিফিংয়ে বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, খালেদা জিয়াকে কেবিল ব্লকের ছয় তলায় ভর্তি করা হয়েছে। আদালত থেকে জারি করা আদেশ অনুযায়ী মেডিকেল বোর্ড পুনর্গঠনও করা হয়েছে। এই বোর্ডের প্রধান অধ্যাপক জলিলুর রহমান চৌধুরী। তিনি এরই মধ্যে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। আগামীকাল (রোববার) দুপুর ১টার পর মেডিকেল বোর্ডের বৈঠক হবে। ওই বৈঠক থেকেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

এক প্রশ্নের জবাবে বিএসএমএমইউ পরিচালক বলেন, আমি নিজেই খালেদা জিয়ার সঙ্গে তার কেবিন পর্যন্ত গিয়েছি। তার সঙ্গে কথা হয়েছে। তিনি সবার কুশল জানতে চেয়েছেন। বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়াও গিয়েছিলেন।

বিজ্ঞাপন

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ায় বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, আমরা সবসময়ই নিরাপত্তার নিশ্চিত করে থাকি। তবে তিনি থাকায় অবশ্যই জোরদার নিরাপত্তা থাকবে। জেল কোড অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে।

খালেদা জিয়া কতদিনের ভর্তি হয়েছেন, জানতে চাইলে কোনো উত্তর দেননি বিএসএমএমইউ পরিচালক। জেল কোড অনুযায়ীই সব হবে বলে জানান তিনি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায় সারাবাংলাকে বলেন, কারাকর্তৃপক্ষ পুলিশের কাছে সহযোগিতা চেয়েছিল যেন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ তে নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। সে অনুযায়ী আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। কোনো সমস্যা হয়নি। নিরাপদে বিএনপি চেয়ারপারসনকে বিএসএমএমইউতে পৌঁছে দেওয়া হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শাহবাগে সমাবেশ থাকায় গাড়িবহর হেয়ার রোড দিয়ে বিএসএমএমইউতে আনা হয়েছে।

এদিকে, খালেদা জিয়াকে বিএসএমএমইউয়ে নিয়ে যাওয়া হবে— এমন খবরে বিএসএমএমইউয়ে অবস্থান নেন বিএনপির শীর্ষ নেতৃত্বসহ নেতাকর্মীরা। এর মধ্যে বৃষ্টি শুরু হলে বৃষ্টিতে ভিজেই তারা খালেদা জিয়ার জন্য অপেক্ষা করতে থাকেন।

আরও পড়ুন-

হাসপাতালের পথে খালেদা জিয়া

যাচ্ছেন খালেদা জিয়া, বিএসএমএমইউয়ে নিরাপত্তা জোরদার

সারাবাংলা/জেএ/ইউজে/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর