Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬১১-তে ভর্তি খালেদা জিয়া, নতুন মেডিকেল বোর্ড


৬ অক্টোবর ২০১৮ ১৬:৩৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তাকে রাখা হয়েছে ৬১১ নম্বর ভিভিআইপি কেবিনে। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাল মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. মো. আবদুল জলিল চৌধুরীর অধীনে তাকে ভর্তি করা হয়েছে।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ডও পুনর্গঠন করা হয়েছে। তাতে আগের মেডিকেল বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে দু’জন রয়েছেন এই বোর্ডে, নতুন স্থান পেয়েছেন তিন জন।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, আগের মেডিকেল বোর্ডের দুই সদস্য অধ্যাপক অধ্যাপক ডা. আবদুল জলিল চৌধুরী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসার সঙ্গে এই মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করা বাকি তিন চিকিৎসক হলেন— বিএসএমএমইউ কার্ডিওলজি বিভাগের অধ্যাপক সজল ব্যানার্জি, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক ও অর্থোপেডিক বিভাগের অধ্যাপক নকুল কুমার দত্ত।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অধ্যাপক ডা. আবদুল জলিল চৌধুরীর অধীনে ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে। ৬১১ নম্বর কেবিনে রাখা হয়েছে তাকে  এর পাশের ৬১২ নম্বর কেবিনটিতে থাকবেন কারাকর্তৃক্ষের প্রতিনিধিরা।

খালেদা জিয়াকে ভর্তির পর এক ব্রিফিংয়ে বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ছয় তলায় রাখা হয়েছে। আদালত থেকে জারি করা আদেশ অনুযায়ী মেডিকেল বোর্ড পুনর্গঠনও করা হয়েছে। এই বোর্ডের প্রধান অধ্যাপক ডা. মো. আবদুল জলিল চৌধুরী। তিনি এরই মধ্যে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। আগামীকাল (রোববার) দুপুর ১টার পর মেডিকেল বোর্ডের বৈঠক হবে। ওই বৈঠক থেকেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

বিএসএমএমইউয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়া আসবেন বলে হাসপাতালের সবগুলো সিসি ক্যামেরা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এছাড়া ৬১১ ও ৬১২ নম্বর কেবিনের আশপাশে নতুন কয়েকটি সিসি ক্যামেরাও লাগানো হয়েছে।

এর আগে, বিকেল ৩টা ৪৩ মিনিটে বিএসএমএমইউ পৌঁছায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্যাট্রল কার। বিকেল ৩টা ১০ মিনিটে পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে নিয়ে বিএসএমএমইউয়ের পথে রওনা দেয় কারা কর্তৃপক্ষ। পরে দোয়েল চত্বর, মৎস ভবন, হেয়ার রোড, মিন্টু রোড হয়ে পৌঁছায় তারা।

উল্লেখ্য, পুরাতন কেন্দ্রীয় কারাগারে থাকা খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তির পরামর্শ দেয় তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। তবে খালেদা জিয়া পছন্দের চিকিৎসকের অধীনে বিশেষায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছিলেন।

এর মধ্যে বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবীদের দায়ের করা এক রিটের শুনানিতে হাইকোর্ট আদেশ দেন, ওই মেডিকেল বোর্ডের তিন চিকিৎসককে পরিবর্তন করে খালেদা জিয়ার পছন্দমতো চিকিৎসক অন্তর্ভুক্ত করতে হবে এবং তারা স্বাচিপ বা ড্যাবের সদস্য হতে পারবেন না। পরে শুক্রবার (৫ অক্টোবর) রাতে তাকে আদালতের এ আদেশ জানালে তিনি বিএসএমএমইউয়ে চিকিৎসা নেওয়ার বিষয়ে নমনীয় হন। শনিবার সকালে জানা যায়, তিনি সরকারি এই হাসপাতালে ভর্তি হয়েই চিকিৎসা নিতে রাজি হয়েছেন।

আরও পড়ুন-

হাসপাতালের পথে খালেদা জিয়া

বিএসএমএমইউয়ে পৌঁছালেন খালেদা জিয়া

যাচ্ছেন খালেদা জিয়া, বিএসএমএমইউয়ে নিরাপত্তা জোরদার

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/ইউজে/টিআর

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

আরো

সম্পর্কিত খবর