Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৈনিক ৪০০ ও মাসিক ১০ হাজার টাকা ঘোষণার দাবি শ্রমিকদের


৬ অক্টোবর ২০১৮ ১৭:১৪

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতীয়ভাবে ন্যূনতম মজুরি ৪০০ টাকা এবং মাসিক ১০ হাজার টাকা ঘোষণাসহ ৯ দফা দাবিতে শ্রমিক সমাবেশ করেছে জাতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে সংগঠনটির সভাপতি সহিদুল্লাহ ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খানের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্যে সংগঠনের সভাপতি সহিদুল্লাহ বলেন, প্রায় ৪০ লাখ গার্মেন্টস শ্রমিক, ৩৭ লক্ষাধিক নির্মাণ শ্রমিকসহ পাট, চা, চামড়া,পরিবহন, রেস্তোরাঁ, রাবার, চাতাল, সুতা, ঔষধ, সিরামিক, স্টিল রিরোলিং মিল, স্বাস্থ্যখাত, প্লাস্টিক ও রিকশা শ্রমিকসহ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমজীবী মানুষই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই সকল শ্রমিকের দাবি সবার আগে পূরণ হওয়া উচিত।’

তিনি বলেন, ‘শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমে প্রতিদিন বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয়।’

তারপরেও শ্রমিকরা বরাবরই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, শ্রমিকদের জীবনমানের কোনো উন্নয়ন হয়নি। তাদের বাঁচার মতো মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, চাকরি নিরাপত্তা ও সামাজিক মর্যাদা আজও প্রতিষ্ঠিত হয়নি।

সারাবাংলা/এসও/একে

জাতীয় মজুরি ন্যূনতম মজুরি পোশাক শ্রমিক শ্রমিক সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর