Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইন না মানার প্রবণতাই সড়ক দুর্ঘটনার মূল কারণ: ডিএমপি কমিশনার


৬ অক্টোবর ২০১৮ ১৭:৩২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আইন না মানার সংস্কৃতিই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আর এমন আইন না মানার প্রবণতাই সব পর্যায়ের বিপর্য়ের মূল কারণ বলে মনে করেন তিনি।

শনিবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মিলনায়তনে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকের সতর্কতা’ শীর্ষক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ছায়া সংসদের আয়োজন করে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’। ছায়া সংসদে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সরকারি দল ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বেসরকারি দল হিসেবে অংশ নেয়।

বিতর্ক প্রতিযোগিতা শেষে প্রধান অথিতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘সড়ক দুর্ঘটনা এই শহরে এই মুহূর্তের বার্নিং ইস্যু। এ দুর্ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন হলো। এরপর আমরা ১০ দিনব্যাপি ট্রাফিক সপ্তাহ পালন করেছি, গত সেপ্টেম্বর মাস জুড়ে রাজধানীতে ট্রাফিক সচেতনতা মাস পালন করেছি। এতে কিছুটা পরিবর্তন এলেও আরও পরিবর্তন আশা করছি। তাছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকের একটি ভূমিকা রয়েছে। কিন্তু একমাত্র চালকেরা সচেতন হলেই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘এর সঙ্গে যাত্রী-পথচারীদের সচেতনতা এবং ভৌত কাঠামো একটি বড় বিষয়। তারেক মাসুদ ও মিশুক মুনির যে স্থানে দুর্ঘটনার শিকার হয়েছিলেন সে স্থানটি ছিল দেশের অন্যতম দুর্ঘটনাপ্রবণ এলাকা। কারণ সড়কের ওই স্থানটিতে বাঁক থাকার কারণে অপর পাশের যানবাহন দেখা যেতো না। পরে সড়কটিকে সোজা করা হয়, যার ফলে ওই স্থানের ৯৫ শতাংশ দুর্ঘটনা কমে গেছে। এ থেকে বোঝা যায়, ওই স্থানটিতে দুর্ঘটনার জন্য চালকরা দায়ী নয়, এর জন্য দায়ী ছিল সড়ক ইঞ্জিনিয়ারিং।’

বিজ্ঞাপন

কমিশনার বলেন, ‘আমাদের দেশের হাইওয়ে সড়কগুলোকে সাধারণত আঞ্চলিক সড়ক বলা যায়। কারণ একই সড়কে দূরপাল্লার যানবাহন যেমন চলে সেই সড়কেই নসিমন, করিমন, ভটভটি লক্কর-ঝক্কর যান চলাচল করে। একই সড়কে ৮০ কিলোমিটার গতির যানবাহন চলে আবার ৫ কিলোমিটার গতিরও যানবাহন চলে। এটিও মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ।’

ওভারটেকিংয়ের কারণে যে দুর্ঘটনা ঘটে সেখানে চালকের অসচেতনতা, নির্বুদ্ধিতা ও অদক্ষতাই দায়ী উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘চালকদের প্রশিক্ষিত করার জন্য দেশে এখনো কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এবং তাদেরকে পর্যাপ্ত লাইসেন্স সরবরাহের ব্যবস্থা করা হয়নি যা দুর্ভাগ্যজনক।’

আইন না মানার সংস্কৃতি সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে কমিশনার বলেন, ‘আইন না মানার সংস্কৃতিই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।’ তাই দুর্ঘটনা প্রতিরোধে নিজে আইন মানা এবং অন্যকে আইন মানতে উদ্বুদ্ধ করার অনুরোধ করেন তিনি।

ছায়া সংসদে সরকারি দল সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকের সচেতনতার ওপর জোর দেন এবং এ সংক্রান্ত একটি বিল সংসদে উত্থাপন করেন। তবে বিরোধীদল এর বিরোধিতা করে শুধুমাত্র চালকদের সচেতনাতেই সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয় বলে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। দুই দলের যুক্তি উত্থাপন শেষে বিচারকরা বিরোধী দল অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে বিজয়ী ঘোষণা করে।

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর