Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত


৬ অক্টোবর ২০১৮ ১৮:২৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

গাজা সীমান্তে বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে শুক্রবার (৫ অক্টোবর) এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক ফিলিস্তিনি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি বিক্ষোভকারীদের একটি দল তাদের দিকে গ্রেনেড ও বিস্ফোরক ছুড়ছিল। তখন আত্মরক্ষার্থে তারা গুলি ছুড়লে তিন ফিলিস্তিনি নিহত হয়।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করে দেওয়া হয়। তারা গাজায় শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। এই বছরের মে মাসের ৩০ তারিখ থেকে ইসরাইল সংলগ্ন সীমান্তে টানা ২৮ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার নিজেদের পিতৃপুরুষের ভূমিতে ফিরে যাওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবারের বিক্ষোভে ১২ বছর বয়সী শিশুসহ অন্তত তিনজন ফিলিস্তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২৬ জন।

গাজা মেডিকস জানিয়েছে, মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ১৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর