বিতর্কিত কাভানাহ এখন মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক
৭ অক্টোবর ২০১৮ ১০:৫৩
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে শপথ নিয়েছেন ব্রেট কাভানাহ। স্থানীয় সময় শনিবার(৬ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের একান্ত আয়োজনে প্রধান বিচারপতি জন রবার্টস, কাভানাহকে শপথ গ্রহণ করান। কাভানাহ বিচারক অ্যান্থনি কেনেডির স্থলাভিষিক্ত হবেন।
এর আগে, ৪৮-৫০ ভোটের নূন্যতম ব্যবধানে সিনেট কাভানাহর নিয়োগ চূড়ান্ত করে।
রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট প্যানেলের, রিপাবলিকান সিনেটর সুজান কলিন্স ও ডেমোক্রেট সিনেটর জো মানচিন শেষ মুহূর্তে কাভানাহর নিয়োগ সমর্থন করেন। তাদের ভোটেই কাভানাহর সুপ্রিম কোর্টের বিচারক হবার পথ সুগম হয়।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিতর্কিত কাভানাহর নিয়োগ প্রেসিডেন্ট ট্রাম্পের বিজয় বলেই ভাবা হচ্ছে। ট্রাম্পের মনোনীত কাভানাহর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর একটি নাতিদীর্ঘ তদন্তে কাভানাহকে সে অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়।
প্রফেসর ক্রিস্টিন ব্লাসে ফোর্ডসহ তিনজন নারী এসব যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। কাভানাহর বিচারক হওয়া ঠেকাতে রাস্তায় নেমেছিলো হাজার হাজার মার্কিন নাগরিক। সেসব উতরে কাভানাহ এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও আটজন বিচারপতির প্যানেলের একজন।
সদ্য নিয়োগ পাওয়া কাভানাহকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প ।
আরও পড়ুন: শীর্ষ সিনেটরদের সমর্থন পাচ্ছেন কাভানাহ
সারাবাংলা/এনএইচ