কঙ্গোতে তেলবাহী ট্যাঙ্কার দুর্ঘটনায় মৃত ৫০
৭ অক্টোবর ২০১৮ ১১:৫২
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
কঙ্গো প্রজাতন্ত্রে জ্বালানি তেলের ট্যাঙ্কার ও গাড়ির সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিমের কিসানতু শহরে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।
কঙ্গোর মধ্যাঞ্চলের গভর্নর আতো মাতবুয়ানা বলেন, আরও একশ লোক অগ্নিদগ্ধ হয়েছে।
দুইটি মোবাইল ক্লিনিকের মাধ্যমে অগ্নিদগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পার্শ্ববর্তী হাসপাতাল থেকে আসা ডাক্তার ট্রেসর বলেন, আমরা আহতদের চিকিৎসা দিতে চেষ্টা করছি।
পরিস্থিতি বর্ণনা করে জাতিসংঘের ওকাপি রেডিওতে বলা হয়, ‘আগুনের লেলিহান শিখা আশেপাশের বাড়িগুলো গ্রাস করে ফেলে।’
প্রত্যক্ষদর্শী একজন মন্তব্য করেন, ‘৫৩ জন মানুষ আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে।’
কঙ্গোর যোগাযোগ পরিস্থিতি খুবই নিম্নমানের। দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। ২০১০ সালে এমনই একটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ ও বাড়িঘরে আগুন ছড়িয়ে ২২০ জনের প্রাণহানি ঘটেছিলো।
আরও পড়ুন: শান্তিতে নোবেল পেলেন কঙ্গোর মুকওয়েগা ও ইরাকের নাদিয়া মুরাদ
সারাবাংলা/এনএইচ