২০ অক্টোবর ঢাকায় জাতীয় পার্টির মহাসমাবেশ
৭ অক্টোবর ২০১৮ ১৩:৩৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আগামী ২০ অক্টোবর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে সম্মিলিত জাতীয় জোটের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার।
রোববার (৭ অক্টোবর) দুপুর পৌনে ১টায় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়াও পার্টির কো চেয়ারম্যান জি এম কাদেরসহ মহাসচিব ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
রুহুল আমীন হাওলাদার বলেন, ‘এই মহাসমাবেশে ঢাকা ও ঢাকার আশপাশ ছাড়াও সারাদেশ থেকে নেতাকর্মীরা কিভাবে আসতে পারে, তা নিয়ে যৌথ সভায় আলোচনা হয়েছে।’
আগামী জাতীয় নির্বাচনে আপনাদের অবস্থান কি, নিরপেক্ষ সরকার না হলে বিএনপি হয়তো নির্বাচনে নাও যেতে পারে, সেক্ষেত্রে আপনারা কি যাবেন? জানতে চাইলে রুহুল আমীন হাওলাদার বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ জরুরি। সবাই নির্বাচনে আসুক এটাই চাই। সব দল এলে দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা বাড়বে। তবে জাতীয় পার্টি সবসময়ই নির্বাচনমুখী দল।’
জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে নাকি মহাজোটের সাথে নির্বাচনে যাবে? এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘মহাজোটে আমরা থাকবো কিনা সেটি বলার সময় এখনো আসেনি। তবে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।’
আপনারাও কি বিএনপির মত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চান? জবাবে তিনি বলেন, ‘আমরা চাই সুষ্ঠু নির্বাচন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হয়তো ছোট আকারে নির্বাচনকালীন সরকার গঠন করবেন, সেখানে সংসদ সদস্য আছেন তাদের মধ্য থেকেই গঠন করতে হবে। সেই নির্বাচনেও জাতীয় পার্টি অংশ নেবে।’
আরও পড়ুন: ‘ড. কামাল সিঙ্গাপুর যাননি, সময় হলে সব জানতে পারবেন’
সারাবাংলা/ইউজে/এমও