Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা বাতিল: দায় সরকারকেই নিতে হবে


৭ অক্টোবর ২০১৮ ১৫:১৫

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের ফলে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার দায়ভার সরকারকেই নিতে হবে বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

রবিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর আহ্বায়ক হাসান আল মামুন এ কথা বলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকে এই প্রজ্ঞাপন বাতিল করে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে আন্দোলন শুরু করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ একাধিক সংগঠন। আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ ও প্রতিবন্ধীরাও ৫ শতাংশ করে কোটার দাবিতে আন্দোলন করে আসছে।

লিখিত বক্তব্যে হাসান আল মামুন বলেন, ‘আমরা সব সাধারণ ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করি, তাই আমরা সবসময় ৫ দফার আলোকে কোটা পদ্ধতির সংস্কার চেয়েছি। আমরা কখনই কোটার বাতিল চাইনি। তাই এ বাতিলের কারণে উদ্ভূত সমস্যার দায়ভার সরকারকেই নিতে হবে। এছাড়া সরকারি চাকরিতে কোনো বিশেষ নিয়োগ দেওয়া যাবে না। বিশেষ নিয়োগ ছাত্রসমাজ মেনে নিবে না। সেই সাথে ৩য় ও ৪র্থ শ্রেণিতেও কোটার যৌক্তিক সংস্কার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্র সমাজের নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও হয়রানিমূলক যেসব মামলা দায়ের করা হয়েছে, তা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং আন্দোলনকারীদের উপর হামলাকারীদের বিচার ও শাস্তির আওতায় আনতে হবে।’ এসময় তিনি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরসহ ফলাফল প্রকাশের দাবি জানান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা কোটা বাতিল নিয়ে সরকারকে আরও ভাবতে বলা হয়। তবে কোটা পদ্ধতির সংস্কার করতে হলে অবশ্যই আন্দোলনকারীদের ৫ দফার আলোকে করতে হবে বলে বলেন তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন- আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর, ফারুক হোসেন, আতাউল্লাহ, জসিম উদ্দিন আকাশ, মশিউর রহমান প্রমুখ।

সারাবাংলা/কেকে/এমও

কোটা আন্দোলন কোটা সংস্কার সরকারি চাকরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর