Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রক্তনালীর রোগ নির্ণয়ে সীমাবদ্ধতায় মারা যাচ্ছে রোগী


৩ জানুয়ারি ২০১৮ ১৮:০৮

স্পেশাল করেসপন্ডেন্ট

এক আন্তর্জাতিক সম্মেলনে চিকিৎসকরা বলেছেন, সঠিক সময়ে রক্তনালীর রোগ নির্ণয় না হওয়ায় যথাযথ চিকিৎসার আভাবে মারা যাচ্ছে অনেক রোগী। ইতোমধ্যে অস্ত্রোপচার ছাড়াই উন্নতবিশ্বে রক্তনালীর বিভিন্ন রোগের চিকিৎসা হচ্ছে। তবে বাংলাদেশে এখনো এই চিকিৎসা পদ্ধতি চালু হয়নি।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে আয়োজিত ভাসকুলার সার্জারি বিষয়ক ‘অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানিউরিজম (এএএ) অ্যান্ড ভেনাস থ্রোমবো ইম্বোলিস (ভিটিই)’ আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। তিনি বলেন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। এর পাশাপাশি রক্তনালীর রোগ বিষয়ক জনসচেতনতা বাড়ানো দরকার।

তিনি বলেন, অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানিউরিজম (এএএ) অ্যান্ড ভেনাস থ্রোমবো ইম্বোলিস (ভিটিই) বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তনালীর রোগগুলোর সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি চালুর বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

বিএসএমএমইউ’র ভাসকুলার সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান জানান, অ্যাবডোমিনাল অ্যাওরটিক অ্যানিউরিজম (এএএ) অ্যান্ড ভেনাস থ্রোমবো ইম্বোলিস (ভিটিই) এর কারণে রক্তচাপে তলপেটের প্রধান রক্তনালী বেলুনের মতো ফুলে ওঠে। এক পর্যায়ে ফেটে গেলে রোগী মারা যায়। অস্ত্রোপচার ছাড়াই বাংলাদেশে যখন এই চিকিৎসা দেওয়া যাবে- তখন এ রোগে মৃত্যুর হার অনেক কমে আসবে।

বিজ্ঞাপন

যদিও ভিটিই রোগটি পায়ের রক্তনালীতে দেখা যায়। নালীর ভেতরে রক্ত জমাট বাঁধার কারণে পা ফুলে যায়। জমাট বাঁধা রক্ত ফুসফুসে জমে ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে, ফলে রোগী মারা যায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রকিবুল হাসান।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর