Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক্টরের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু


৭ অক্টোবর ২০১৮ ১৭:২৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে রুমি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে রুমির ছোট বোন সুমি (২)।

রোববার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার তেরাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সুমি উপজেলার ভরাট গ্রামের ভ্যান চালক ফয়সাল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, গাংনীর ভরাট গ্রামের হাসিনা খাতুন অসুস্থ দুই শিশুকে নিয়ে স্যালো ইঞ্জনচালিত গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক্টর তাদের ওই গাড়িকে ধাক্কা দেয়। এতে কোলে থাকা দুই শিশু পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রুমিকে মৃত ঘোষণা করেন। আরেক শিশু সুমির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, ঘটনাস্থলে ফেলে যাওয়া ট্রাক্টর ট্রলি ও মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাক্টর চালককে আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

আরো

সম্পর্কিত খবর