মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ইয়াবা-অস্ত্র জব্দ
৭ অক্টোবর ২০১৮ ১৭:৪১ | আপডেট: ৭ অক্টোবর ২০১৮ ১৮:১০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্টিকার লাগানো একটি মাইক্রোবাস থেকে ইয়াবা ও অস্ত্র জব্দ করেছে র্যাব। ওই গাড়ি থেকে দু’জনকে আটক করা হয়েছে।
রোববার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের প্রবেশমুখে চেকপোস্ট বসায় র্যাব। মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িটিতে তল্লাশি চালালে ২০ হাজার পিস ইয়াবা এবং চারটি ওয়ান শ্যুটার গান ও চারটি একনলা বন্দুক পাওয়া যায়।
আটক দু’জন হলেন, আলমগীর হোসেন (৩০) ও আল শাহরিয়ার (২৫)। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।
র্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল দু’জন টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা ফ্লাইওভারের প্রবেশমুখে চেকপোস্ট বসাই। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি দেখে প্রথমে আমি কনফিউজড হয়ে যাই। কনফার্ম হয়ে সেটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা ও অস্ত্র জব্দ করি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভবত এত টাকার ইয়াবা নিরাপদে নিয়ে যাওয়ার জন্যই অস্ত্র রাখা হয়েছিল। আমরা যখন তাদের আটকাই, তখন তারা গুলিও করতে পারত।’
স্টিকার লাগানো হলেও গাড়িটি কোনো মন্ত্রণালয়ের নয় বলে জানিয়েছেন র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান। তিনি বলেন, ‘ইয়াবা পাচারকারীদের এটা একটা কৌশল। আমরা অতীতেও এই ধরনের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবা জব্দ করেছি। মন্ত্রণালয়ের স্টিকার থাকলে সাধারণত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করবে না- এমন ধারণা থেকেই তারা স্টিকার লাগায়।’
আটক শাহরিয়ার মাইক্রোবাসটির চালক এবং আলমগীর হোসেন চালকের সহকারী বলে দাবি করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, বলেন মিমতানুর।
সারাবাংলা/আরডি/এটি