Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


৭ অক্টোবর ২০১৮ ১৮:২৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার (৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আবদুর রশীদ সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এই বছর সরকারি ৩৬টি মেডিকেল কলেজে মেধাতালিকার ভিত্তিতে ৪ হাজার ৬৮ জন পরীক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে ৫শ’ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে।

শুক্রবার (৫ অক্টোবর) সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ২৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছর ভর্তি পরীক্ষায় ৬৫ হাজার ৯১৯ জন আবেদনকারীর মধ্যে ৬৩ হাজার ২৬ জন অংশ নেয়।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর