Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যবদ্ধ আন্দোল সফল হবে: ড. কামাল


৭ অক্টোবর ২০১৮ ১৭:৪৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: অতীতের মতো এবারও ঐক্যবদ্ধ আন্দোলন সফল হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্য’র আহ্বায়ক ড. কামাল হোসেন।

রোববার (৭ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল হোসেন বলেন, ‘কোনো দাবি আদায় করতে গেলে জনগণের ঐক্যবদ্ধ শক্তি দিয়েই করা যায়। ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ কতকগুলো ব্যাপারে আমরা পরীক্ষা করে দেখেছি, যখনই আমরা ঐক্যবদ্ধ হয়েছি অসম্ভবও সম্ভব হয়েছে। এবারও আমরা যা করতে চাচ্ছি, তা অসম্ভব কিছু না।’

‘এই দেশ আমাদের সকলের। কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোনো পরিবারের না— ১৬ কোটি মানুষের মধ্যে এই উপলব্ধিটা প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি সবাই মিলে দৃঢ়ভাবে এই দাবিটা রাখি, তাহলে অতীতে যেমন জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন সফল হয়েছে, এবারও সফল হবে’— বলেন ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘এ দেশ ১৬ কোটি  জনগণের। কিন্তু নির্বাচন যদি না হয়, অথবা নির্বাচন হলেও সে নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে জনগণ তাদের মালিকানা থেকে বঞ্চিত হয়— এই উপলব্ধি থেকেই আজকে আমাদের ডাকে অসাধারণ সাড়া পড়েছে। তারা উপলব্ধি করেছে, দেশ যদি জনগণের মালিকানায় না থাকে, তাহলে পাইকারি হারে লুটপাট হয়। অর্থ পাচার হয়।’

ড. কামাল হোসেন বলেন, ‘হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট হচ্ছে— এগুলো যায় কোথায়? দেশে বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না। অর্থাৎ স্বাধীনতার যে প্রতিশ্রুতি, সেটা পালন হচ্ছে না— জনগণ এটা ভালোবাসে বুঝতে শুরু করেছে। যে কারণে আমরা যেখানেই যাই, অসাধারণ সাড়া পাই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের ১৬ কোটি মানুষ এই জিনিসটা বুঝে, ঐক্যবদ্ধ হয়ে, পরিবর্তন আনবে। সে কারণে আমরা সুষ্ঠু নির্বাচন দাবি করছি। আমরা মনে করি, পরিবর্তন আনতে হলে অবাধ-নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নাই। অবাধ-নিরপেক্ষ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে আমরা জনগণের ঐক্য প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছি।’

‘আমি বিশ্বাস করি, আমাদের এই আন্দোলন সফল হবে। এরই মধ্যে আমরা লক্ষ্য করছি, আমাদের আন্দোলন অনেকটা সফল,’— বলেন ড. কামাল হোসেন।

তিনি বলেন, আমাদের সংবিধানের প্রথম বিধানেই লেখা আছে, জনগণ দেশের মালিক। কিন্তু মালিকের জায়গায় আপনারা কি আছেন? সবাই আজ অসহায় বোধ করেন। মালিকানা ভোগ করতে হলে মালিকের ভূমিকা রাখতে হবে। সেই মালিকানা প্রতিষ্ঠার জন্যই আমাদের আন্দোলন।

ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের উদ্দেশ্যেই হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন। আমরা এরই মধ্যে দাবিগুলো জানিয়েছি। আমরা বলেছি, রাজবন্দিদের মুক্ত করতে হবে, কাউকে গ্রেফতার করা যাবে না, ইলেকশন পর্যন্ত নতুন মামলা দেওয়া যাবে না। কিন্তু হচ্ছে উল্টোটা। হাজার হাজার গায়েবি মামলা দেওয়া হয়েছে।’

নারী-পুরুষ মিলে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘১৬ কোটি নাগরিকের ঐক্যের মধ্য দিয়ে সেই শক্তি আমরা পাব, যার সামনে কোনো স্বৈরাচার দাঁড়িয়ে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করব।

ড. কামাল হোসেন আরও বলেন, একটি উন্নত দেশ হওয়ার যে অসাধারণ সম্ভাবনা আমাদের আছে, সেটাকে কাজে লাগাতে হবে। আমাদের যে মানবসম্পদ আছে, সেটি কাজে লাগাতে পারলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন অবশ্যই সম্ভব।

বিজ্ঞাপন

নাগরিক ঐক্য প্রক্রিয়ার অন্যতম নেতা গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহম্মদ মনসুর, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির (একাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীসহ অন্যরা বক্তব্য দেন।

আরও পড়ুন-

‘ড. কামাল সিঙ্গাপুর যাননি, সময় হলে সব জানতে পারবেন’

সারাবাংলা/এজেড/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর