নরসিংদীতে স্মার্ট কার্ড বিতরণ শুরু ১০ অক্টোবর
৭ অক্টোবর ২০১৮ ২১:৪৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নরসিংদী: প্রথম ধাপে নরসিংদী পৌর এলাকার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ অক্টোবর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ১০ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় জানানো হয়, আগামী ১০ অক্টোবর বুধবার থেকে নরসিংদী পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (যুগ্ম সচিব) রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবদী পৌর মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন মানিক, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিনসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতক নেতারা ও সুধীজনের কার্য প্রধানের মধ্যদিয়ে কার্যক্রমের সূচনা করা হয়। পার্যায়ক্রমে জেলা, উপজেলায় স্মার্ট বিতরণ করা হবে জানানো হয়।
সারাবাংলা/এমএইচ