নিউরোসাইন্স হাসপাতালের হিসাবরক্ষককে ছুরিকাঘাত
৮ অক্টোবর ২০১৮ ১১:৪৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসাইন্স হাসপাতালে হিসাবরক্ষক জাকির হোসেনকে (৩২) ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চলন্ত রিকশায় পেছন থেকে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিলো।
আহত জাকিরকে হাসপাতালে নিয়ে আসা নিউরোসাইন্স হাসপাতালের প্রধান সহকারী মিজানুর রহমান জানান, পশ্চিম আগারগাঁও বিএনপি বাজার এলাকার একটি বাসায় স্বপরিবারে থাকেন জাকির। বাসা থেকে সকালে রিকশাযোগে নিউরোসাইন্স হাসপাতালে যাচ্ছিলেন। মাঝপথে চলন্ত রিকশায় বসা থাকা অবস্থায় রিকশার পিছন থেকে এক যুবক তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে আসে। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, বলে জানান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকিরের পিঠের পিছনে একটি ছুরিকাঘাত রয়েছে। তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/এমও