রাজধানীতে ছিনতাইকালে পুলিশের গুলি, আটক ২
৮ অক্টোবর ২০১৮ ১৪:৫৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
রাজধানীর খিলগাঁও-এ প্রকাশ্যে রিক্সা ঠেকিয়ে ছিনতাইকালে পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছেন। এই ঘটনায় আরও এক জনকে আটক করেছে পুলিশ। তার নাম আল-আমিন হোসেন(১৯)।
সোমবার (৮অক্টোবর) দুপুরে খিলগাঁও-এ খিদমা হাসপাতালের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। আহত ছিনতাইকারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভুক্তভোগী ছাত্রী ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খিলগাঁও খিদমা হাসপাতালের সামনে মোটরসাইকেল যোগে দুই ছিনতাইকারী রিক্সা আরোহী এক ছাত্রীর গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। ঘটনাস্থলের পাশে থাকা পুলিশের একটি টিম ঐ চিৎকার শুনে দুই ছিনতাইকারীকে ধরার চেষ্টা করে।
তখন তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে এক ছিনতাইকারী এসআই সরোয়ারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ গুলি ছুড়লে সে বাম পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়। এসময় অপর ছিনতাইকারীকেও মোটরসাইকেলসহ আটক করা হয়। আহত সরোয়ারকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।
মশিউর রহমান আরও জানান, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এনএইচ