Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুসময়ে-দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত : শ্রিংলা


৮ অক্টোবর ২০১৮ ১৬:৩৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নড়াইল: সুসময় বা দুঃসময়, সবসময়ই ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা।

রোববার (৮ অক্টোবর) রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে শ্রী শ্রী দশ অবতার ও মনসা দেবীর মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন এই ভারতীয় কূটনীতিক।

হর্ষ বর্ধণ শ্রিংলা বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় সেনারা এক সাথে যুদ্ধ করেছিলো এবং বাংলাদেশের স্বাধীনতার জন্যে রক্ত দিয়েছিলো। আর ওইটাই ছিল ভারতীয়দের জন্যে মহান গর্বের মুহূর্ত।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধী দুই দেশের মধ্যে সম্পর্কের একটি শক্তিশালী ভিত তৈরি করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সম্পর্ক আরো অটুট হয়েছে।

এসময় সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান শ্রিংলা।

অনুষ্ঠানে শ্রী শ্রী দশ অবতার ও মঁনসা দেবীর মন্দির কমিটির সভাপতি অসিত কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিধানসভার জাতীয় নির্বাহী কমিটি ও বিজেপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অরুন হালদার, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের নারী সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

নড়াইল হর্ষ বর্ধন শ্রিংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর