বগুড়ায় দুই রেস্তোরা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
৮ অক্টোবর ২০১৮ ১৮:৩৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বগুড়া : বিভিন্ন অপরাধে বগুড়ার দুইটি রেস্তোরাকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (৮ অক্টোবর) শহরের সাতমাথা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল। তাকে সহযোগীতা করেন এপিবিএন-৪ এর সদস্যরা।
৪ এপিবিএন’র এসপি নিজাম উদ্দিন জানান, পণ্যের গায়ে মোড়ক ব্যবহার না করে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে রূপসী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. মিজানুর রহমানকে ৮ হাজার টাকা এবং সৈকত হোটেল অ্যান্ড রেস্তোরার মালিক মো. আবদুর রাজ্জাককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালত। সঙ্গে সঙ্গেই জরিমানার টাকা আদায় করা হয় এবং রেস্তোরা দুটির মালিককে সতর্ক করে দেওয়া হয় বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএমএন