Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিয়মের সঙ্গে জড়িত হজ এজেন্সির লাইসেন্স বাতিলের পরামর্শ


৯ অক্টোবর ২০১৮ ১০:০৫

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় অনিয়মের সঙ্গে জড়িত হজ এজেন্সির লাইসেন্স বাতিল করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংসদ ভবনে সোমবার (৮ অক্টোবর) কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেওয়া হয়।

কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহ্জাহান কামাল, অধ্যাপক মো. আলী আশরাফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দীন সরকার এবং সাবিহা নাহার বেগম সভায় অংশগ্রহণ করেন।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের পর থেকে সিভিল অ্যাভিয়েশন, বিমান, পর্যটন করপোরেশন, টুরিজম বোর্ড, হোটেল সোনারগাঁও ও রুপসী বাংলার কার্যক্রম এবং কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি সিভিল অ্যাভিয়েশন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রকল্পগুলোর মেয়াদ বৃদ্ধি না করা, প্রকল্পের জন্য নির্ধারিত অর্থে ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করার বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের সুপারিশ দ্রুত বাস্তাবায়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

ইউ এস বাংলার সার্ভিসের মান মনিটরিং করার জন্য সিভিল অ্যাভিয়েশন অথরিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক, সিভিল অ্যাভিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সূত্র: বাসস

সারাবাংলা/এমআই

অনিয়ম এজেন্সি হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর