Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাসদার হোসেন মামলা থেকে দুই আইনজীবীকে প্রত্যাহার


৩ জানুয়ারি ২০১৮ ২০:৪৫

স্টাফ করেসপন্ডেন্ট

আলোচিত মাসদার হোসেন মামলা থেকে আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম ও ড. কামাল হোসেনকে প্রত্যাহার করেছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

বুধবার সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের মহাসচিব ও আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিচার বিভাগ আলাদা করা এবং বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত মামলা পরিচালনার জন্য ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমির-উল ইসলামকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

তিনি আরো জানান, শৃঙ্খলাবিধি নিয়ে বিচারকদের কোনো আপত্তি নেই।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার মামলার শুনানিকালে ব্যারিস্টার আমির-উল ইসলাম নিম্ন আদালতের বিচারকদের স্বার্থ বিরোধী বক্তব্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থাপন করেছেন। তার বক্তব্য আদালত গ্রহণ করেননি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন অসন্তুষ্ট হয়েছে।

যেহেতু নিম্ন আদালতের জন্য বিচারকদের শৃঙ্খলা বিধিমালাটি রাষ্ট্রপতি অনুমোদন করেছেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বিধিমালার বিষয়ে নেতিবাচক মন্তব্য না করতে অনুরোধ করেছে বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এজেডকে/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর