Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু


৯ অক্টোবর ২০১৮ ১৩:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নওগাঁ : নওগাঁয় ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এদের মধ্যে দুইজন সম্পর্কে বাবা-ছেলে।

মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে নওগাঁ-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের পুঁইয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার চক দৌলতপুর গ্রামের আফছার মন্ডলের ছেলে আব্দুস ছালাম (৪৫), ছালামের ছেলে তৌফিক ইসলাম (২৭) এবং পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার আহাদ আলীর ছেলে রনি (২৪) ।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, দুপুরে মোটর সাইকেলে করে পত্নীতলা থেকে মহাদেবপুর যাচ্ছিলেন তিনজন। পথে পুঁইয়া এলাকায় পৌঁছলে মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আরোহীরা। ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে গেছে চালক-হেলপার। খবর পেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং মরদেহ গুলো উদ্ধারের কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

নওগাঁ পত্নীতলা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর