Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা বহাল চেয়ে আবারও শাহবাগে অবস্থান


৯ অক্টোবর ২০১৮ ১৮:৩৪

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাকা: কর্মসূচি স্থগিত ঘোষণার পরদিন ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল চেয়ে আবারও শাহবাগে অবস্থান নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে ৫০-৬০ জনের একটি গ্রুপ শাহবাগে অবস্থান নেন। এতে শাহবাগ দিয়ে ঢাকার বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

কোটা পর্যালোচনায় গঠিত উচ্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৩ অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাদ দেয় সরকার।

সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে ওইদিন শাহবাগে অবস্থান নেন মুক্তিযোদ্ধাদের সন্তান ও মুক্তিযোদ্ধা কোটার উত্তরসূরিরা।

সোমবার (৮ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রী শাজাহান শাহবাগে গেলে আন্দোলনকারীরা ১৪ অক্টোবর পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। ওইদিন মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন নৌপরিবহন মন্ত্রীর হাতে আন্দোলনের দায়িত্ব তুলে দেন।

দায়িত্ব পাওয়ার পর নৌমন্ত্রী শাহবাগে মুক্তিযুদ্ধ চেতনা মঞ্চ নামে একটি প্লাটফর্ম গঠনের ঘোষণা দেন। পাশাপাশি মন্ত্রীর আশ্বাসে ১৪ অক্টোবর পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।

কর্মসূচি স্থগিতের পরদিন মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে মেহেদী এমপি নামে একজন নিজেকে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ঘোষণা দিয়ে তার অনুসারীদের নিয়ে শাহবাগে অবস্থান নেন।

সারাবাংলা/কেকে/একে

কোটা বহাল আন্দোলন মুক্তিযুদ্ধ মঞ্চ শাহবাগ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর