Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর মামলায় বগুড়ায় ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার


৯ অক্টোবর ২০১৮ ১৯:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া : বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের বগুড়া শাখার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার কর্মকর্তার নাম মাসুদ রানা (৩৫)। তিনি বগুড়ার ধুনট উপজেলা ফাস্ট ট্র্যাক শাখায় কর্মরত। তার বাড়ি ধুনটের চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি গ্রামে।

মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ব্যাংকটির ধুনট কার্যালয় থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।ধুনট থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দরা গ্রামের জিল্লুর রহমানের মেয়ে হেলেনুর নাহারকে বিয়ে করেন মাসুদ রানা। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় প্রায় তিন মাস আগে মাসুদ রানা তার স্ত্রীকে তালাক দেন। এরপর হেলেনুর নাহার বাদি হয়ে বগুড়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

ওই মামলায় ২৫ সেপ্টেম্বর আদালত থেকে মাসুদ রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ওই গ্রেফতারি পরোয়ানার কারণেই মাসুদ রানাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে বগুড়া জেলা কারাগারে পাঠান।

সারাবাংলা/এসএমএন

গ্রেফতার ডাচ-বাংলা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর