চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে শ্রম অধিকার নিয়ে কর্মশালা
৯ অক্টোবর ২০১৮ ২০:৫৯
।। সারাবাংলা ডেস্ক ।।
চট্টগ্রাম ব্যুরো: চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো শ্রম অধিকার বিষয়ক কর্মশালা।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর জামালখানে সিআইইউ ক্যাম্পাস অডিটোরিয়ামে স্কুল অব ল’ এই কর্মশালার আয়োজন করে। ‘বাংলাদেশে শ্রম আদালতের কাজ: প্রেক্ষিত আইন ও প্রয়োগ’ শীর্ষক এই কর্মশালায় আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন বলেন, ‘শ্রম আদালতে যারা আগামীতে আইনজীবী কিংবা একজন বিচারক হিসেবে কাজ করবেন, তাদের অবশ্যই মানুষকে হয়রানিমুক্ত করে ন্যায়বিচার পাওয়ার বিষয়টি নিশ্চিত করার মনোভাব রাখতে হবে। মালিক-শ্রমিক ইউনিয়ন কিংবা তাদের সংগঠন সম্পর্কে ধারণা থাকতে হবে।’
সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, আইন বিষয়টি যেমন জটিল, তেমনি বেশ মজার। শ্রেণীকক্ষের বাইরে এই ধরনের কর্মশালায় সরাসরি অভিজ্ঞ একজন আইনের মানুষের কাছ থেকে ধারণা পেয়ে শিক্ষার্থীরা আরও সমৃদ্ধ হবেন- এমনটাই প্রত্যাশা আমার।
সিআইইউ’র স্কুল অব ল’র সমন্বয়ক অধ্যাপক মো. জাকির হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রভাষক বাদশা মিয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার নাহিদ।
সারাবাংলা/আরডি/এটি