Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবির সঙ্গে জাপানি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি


৯ অক্টোবর ২০১৮ ২২:৫৮

।। জাবি করেসপন্ডেন্ট ।।

জাবি: দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে জাপানের ‘দ্যা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর অ্যাডভান্স স্টাডিজ’ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং জাপানের পক্ষে বিশ্ববিদ্যালয়ে স্কুল অব অ্যাডভান্স সায়েন্সের ডিন অধ্যাপক আকিরা সাসাকি চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. গোলাম মোস্তফা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটপতঙ্গ শাখার শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ জাপানের দ্যা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর অ্যাডভান্স স্টাডিজে প্রজাপতিসহ বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ নিয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর