Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আতংকিত হয়ে পড়ছেন শিক্ষকরা


৪ জানুয়ারি ২০১৮ ১০:১৩

সিনিয়র করেসপন্ডেন্ট

আন্দোলনের ১০ম দিনে এসে আতংকগ্রস্থ হয়ে পড়ছেন নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাথে তীব্র শীত আর অনাহারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেছেন তারা।

এখন পর্যন্ত প্রায় ৯০ জন শিক্ষক অসুস্থ হয়েছেন, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

২৬ ডিসেম্বর থেকে নন-এমপিও ভুক্ত শিক্ষকরা এমপিও ভুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। ৩১ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশন শুরু করেন। ২ জানুয়ারিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা সচিব মো. সোহরাব হোসেইনসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে শিক্ষকদের এমপিও ভুক্ত করার আশ্বাস দেন। কিন্তু শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে জানান, অনুষ্ঠানিক ভাবে দাবি না মানা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। আজকে অনশনের পঞ্চম দিন।

নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মহামুদুন নবী ডলার সারাবাংলাকে জানান, অবস্থার অবনতি হচ্ছে, একে একে সবাই অসুস্থ হয়ে পড়ছে, আমরা আতংকিত। অবস্থা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না।

গত বুধবার দুপুরের দিকে ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়, সেখানে আরও কয়জন শিক্ষক ভর্তি রয়েছেন বলে জানান ফেডারেশনের সভাপতি।

আজ (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্ম দিবস। সরকারের পক্ষ থেকে আজকে কোনো ঘোষণা দেওয়া না হলে তা রবিবারের আগে হবে না- এ নিয়ে  হতাশা প্রকাশ করেন মহামুদুন নবী ডলার ।

সারাবাংলা/এমএস/এমএ

অনশন ননএমপিও

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর