Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি অফিসের সামনে নিরাপত্তা, কড়া সতর্কতায় পুলিশ


১০ অক্টোবর ২০১৮ ১২:২৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  প্রস্তুত আছে জল কামান, প্রিজন ভ্যান।

সতর্ক অবস্থানে সাদা পোশাকে পুলিশসহ মাঠে আছে অন্যান্য গোয়েন্দা বাহিনীর সদস্যরা।

পল্টনে বিএনপি অফিসের সামনে মোতায়েন রয়েছে পুলিশের শতাধিক সদস্য।

নয়াপল্টন এলাকা ঘুরে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, খুব ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে তারা। এদিকে বেশিরভাগ দোকানপাট বন্ধ রেখে ঘরে ফিরতে হয়েছে অনেক ব্যবসায়ীদের।

নয়াপল্টন বিএনপি কার্যালয়ের মার্কেটের একজন নিরাপত্তা প্রহরী শফিকুল ইসলাম সারাবাংলাকে জানান, গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে বিএনপি অফিসের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। হয়রানি এড়াতে দোকানিরা সজাগ অবস্থানে আছে।

গাজী ভবন শপিং কমপ্লেক্সের সামনে বসা এখানকার স্থানীয় পানের দোকানদার ফজলুল জানান, পুলিশের লক্ষ্যজনক উপস্থিতি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তাই অনেকেই কেবল ভয় পেতে দোকানে আসছেন না।

অফিসগামী ব্যাংক কর্মকর্তা সাদিক সাইফুল্লা হক জানান, বাস পাওয়া যাচ্ছে না অনেক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। পাঠাও রাইডার কল করেছিলাম তারাও এদিকে আসতে চাইছে না। কিছু না বলে রাইড ক্যানসেল করে দিচ্ছে।

মতিঝিল বিভাগ পুলিশের এডিসি শিবলী নোমান জানান, একুশে আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলা করতে প্রস্তুত আছি। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমাদের এ অবস্থান।

বিজ্ঞাপন

রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছেন।

সারাবাংলা/এসও/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর