Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে জাকের পার্টি


১০ অক্টোবর ২০১৮ ২৩:৩৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আসছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চায় জাকের পার্টি। বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী এই প্রস্তাব দেন।

এদিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আমিরুল আলম মিলন এবং আরও অনেকে।

বৈঠকে খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন জোটের শরিক হয়ে নৌকার বিজয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চায় জাকের পার্টি। জোটের শরিক হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকলে, আগামী নির্বাচনে জাকের পার্টি আওয়ামী লীগের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতারা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানান।

সারাবাংলা/এনআর/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর