জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়ার জামিন ১৫ অক্টোবর পর্যন্ত
১১ অক্টোবর ২০১৮ ১২:৪৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। এ সময় খালেদা জিয়ার পক্ষে ছিলেন এ জে মোহাম্মদ আলী।
এর আগে, গত ৩ অক্টোবর এক আদেশে খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে খালেদা জিয়ার আপিল শুনানি শেষ করতেও তাগিদ দেন।
উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডের রায় দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি এই মামলার রায়ে সাজা খাটছেন।
পরে খালেদা জিয়া এ মামলায় খালাস চেয়ে আপিল দায়ের করেন ও জামিনের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন আদালত। পরে আপিল বিভাগও সেই জামিন আদেশ বহাল রাখেন।
সারাবাংলা/এজেডকে/টিআর