ডিজিটাল নিরাপত্তা আইনের প্রথম মামলার আসামিরা রিমান্ডে
১১ অক্টোবর ২০১৮ ১৮:৩০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের পাঁচ সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) পাঁচ আসামিকে আদালতে হাজির করে আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের সদস্যরা সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া প্রথম মামলার আসামি।
গতকাল বুধবার (১০ অক্টোবর) রাতে বিভিন্ন সময় রাজধানীর যাত্রাবাড়ী, দনিয়া ও বাড্ডা এলাকা থেকে পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অর্গানাইজড ক্রাইমের উপপরিদর্শক শিব্বির আহমেদ আসামিদের আদালতে হাজির করে মামলাটির সুষ্ঠু তদন্তের সার্থে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম পাঁচ আসামি গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামিরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে ১০০ শতাংশ গ্যারান্টি দিয়ে শিক্ষার্থীদের কাছে প্রশ্ন বিক্রি করত। অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভুয়া বিকাশ অ্যাকাউন্ট খুলে টাকা লেনদেন করত। এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। এবার তারা প্রশাসনের তৎপরতায় প্রশ্নপত্র ফাঁস করতে পারেনি। কিন্তু ভুয়া প্রশ্নপত্র তৈরি করে ১০টি ফেক ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন বলে প্রচারণা চালায়।
আরও পড়ুন-
ডিজিটাল নিরাপত্তা আইনের প্রথম মামলা প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে
সারাবাংলা/এআই/টিআর