Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজ গার্ডেন হবে ঢাকা ইতিহাস জাদুঘর


১১ অক্টোবর ২০১৮ ২১:১৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রতিষ্ঠার স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী রোজ গার্ডেন সরকার সম্প্রতি ক্রয় করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এখানে ঢাকা মহানগর ইতিহাস জাদুঘর স্থাপন করা হবে। তবে ভবন ঠিক রেখে জাদুঘরের জন্য পুরনো ভবনের আদলে নতুন ভবন নির্মাণ করা হবে। আশা করছি, অদূর ভবিষ্যতে রোজ গার্ডেন পুরনো ঢাকার সবচেয়ে আকর্ষণীয় জায়গায় পরিণত হবে।

বিজ্ঞাপন

https://www.youtube.com/watch?v=CtVocF9O9tg

বৃহস্পতিবার ( ১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর নিমতলীতে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ড. সাব্বীর আহমেদ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর

প্রধান অতিথি বলেন, জাদুঘর সকলের সহযোগিতা ছাড়া গড়ে ওঠতে পারে না। এটি অমূল্য সম্পদ।এর মূল্য দেওয়ার সক্ষমতা আমাদের এখনও গড়ে ওঠেনি। মন্ত্রী বলেন, এশিয়াটিক সোসাইটি জাদুঘর প্রতিষ্ঠা একটি অত্যন্ত শুভ উদ্যোগ। ঢাকার বাইরেও আমরা আমাদের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের কাজটি করতে চাই। যদিও নানা কারণে এটি একটি কঠিন কাজ। একদিকে আমাদের আর্থিক সংকট যেমন রয়েছে, অন্যদিকে  মানুষের মাঝে সচেতনতার অভাবও রয়েছে।

আরও পড়ুন: জনগণের সম্পদ হলো ঐতিহাসিক ‘রোজ গার্ডেন’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাদুঘর সংরক্ষণ বিশেষজ্ঞ অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য অধ্যাপক হাফিজা খাতুন।

বিজ্ঞাপন

জাদুঘর সম্পর্কে পরিচিতিমূলক বক্তব্য রাখেন এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর এর প্রধান গবেষণা সমন্বয়ক অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘরে উপহার হিসেবে নিদর্শন প্রদানকারী ব্যক্তি ও পরিবারের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

উল্লেখ্য, নিমতলী দেউড়ি সংস্কার করে এশিয়াটিক সোসাইটি জাদুঘরে রূপান্তর করা হয়।

সারাবাংলা/এইচএ/জেডএফ

রোজ গার্ডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর