Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু


১২ অক্টোবর ২০১৮ ১০:১৮ | আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ১১:০৯

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকার ৩১টি স্কুল-কলেজসহ মোট ৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন কেন্দ্র পরিদর্শন করবেন। এ বছর ঘ ইউনিটে ১৬১৫টি আসনের বিপরীতে (বিজ্ঞানে- ১১৫২টি, বিজনেস স্টাডিজে- ৪১০, মানবিকে- ৫৩টি) ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৫,৩৪১জন। প্রতি আসনে লড়বে ৫৯ জন শিক্ষার্থী।

পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ রয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করছে।

সারাবাংলা/কেকে/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর