Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে তিতলির আঘাতে ৮ জনের মৃত্যু


১২ অক্টোবর ২০১৮ ১২:২০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড় তিতলির তাণ্ডবে অন্তত আট জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে অন্ধ্র প্রদেশে ৭ ও উড়িষ্যায় ১ জনের মৃত্যু হয়। দেশটির আবহাওয়া দপ্তরের সবশেষে প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টি একেবারেই দুর্বল হয়ে ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সাগর উত্তাল থাকবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে ঘণ্টায় ১২৬ কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় ‍তিতলি উড়িষ্যার গোপালপুরে আঘাত হানে। সেখান থেকে তিন লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

তিতলির আঘাতে বাড়িঘর ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্ধ্রপ্রদেশের জেলা প্রশাসক কে ধনঞ্জয় রেডি বলেন, ৫ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। উড়িষ্যার দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রধান ডি ভারাপ্রসাদ বিবিসিকে জানান, ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় বিশুদ্ধ খাবার পানির অভাব রয়েছে।

আরও পড়ুন: উড়িষ্যা-অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে তিতলি

ঘূর্ণিঝড় তিতলি

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য দুটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ১৫টি দল উদ্ধার তৎপরতা চালাতে কাজ করছে।

রিলিফ কমিশনার বিশুপদ শেঠি বলেন, বন্যা সতর্কতা বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সারাবাংলা/এনএইচ

অন্ধ্র উড়িষ্যা ঘূর্ণিঝড় তিতলি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর