Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবের বাসায় বৈঠকে ‘বৃহত্তর ঐক্য’র নেতারা


১২ অক্টোবর ২০১৮ ১৬:২৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বিএনপির নেতারা বৈঠকে বসেছেন।

শুক্রবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি যুক্তফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রবের বাসায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুক্তফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন, মেজর (অব.) আব্দুল মান্নান, তানিয়া রব, মাহমুদুর রহমান মান্না, মাহি বি. চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মো. মনসুর, মোস্তফা মহসিন মন্টু, আ ব ম মোস্তফা আমীন ও সুব্রত চৌধুরী  ।

ঐক্যসূত্রে জানা গেছে, বৈঠকে বৃহত্তর ঐক্য’র কর্মসূচি, নাম, লক্ষ্য ও ঘোষণাপত্রের ফলোআপ হবে। বিগত বৈঠকে এগুলোর খসড়া তৈরি হয়।

বৈঠকের আগে গণফোরামের নির্বাহী সভাপতি জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যতম নেতা সুব্রত চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আজকের বৈঠক মূলত বিগত বৈঠকের ফলোআপ। খুব শিগগরিই জোটের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক বৈঠক হবে। সেখান থেকে নেওয়া সিদ্ধান্ত দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।

সারাবাংলা/এজেড/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর