Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহত্তর ঐক্য’র রূপরেখা ঘোষণা শনিবার


১২ অক্টোবর ২০১৮ ১৮:৫৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বিএনপির সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর ঐক্য’ রূপরেখা ঘোষণা করা হবে শনিবার (১৩ অক্টোবর)।

শুক্রবার  (১২ অক্টোবর) সন্ধ্যায় যুক্তফ্রন্টের অন্যতম নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা জানান।

মান্না বলেন, ‘ আজকের বৈঠকে ‍বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার রূপরেখার প্রাথমিক খসড়া চূড়ান্ত হয়েছে। আগামীকাল ঘোষণা করা হবে। আমরা  একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি। সেই লক্ষ্য অর্জনে কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি।’

তবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যতম নেতা গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী বৈঠক শেষে সারাবাংলাকে বলেন, ‘আমাদের আরেকটু হোমওয়ার্ক বাকি আছে। শনিবার আরেক দফা বৈঠকে বসব। বাকি কাজ সেখানে সম্পন্ন হবে। আশা করছি, পরশুদিন রোববার প্রেস কনফারেন্সের মাধ্যমে বৃহত্তর ঐক্য’র রূপরেখা ঘোষণা করা হবে।’

এর আগে শুক্রবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় আ স ম আব্দুর রবের বাসায়  বৈঠক শুরু হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুক্তফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব, তানিয়া রব, মাহমুদুর রহমান মান্না, মাহি বি. চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মো. মনসুর, মোস্তফা মহসিন মন্টু, আ ব ম মোস্তফা আমীন ও সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে বৃহত্তর ঐক্য’র কর্মসূচি, নাম, লক্ষ্য ও ঘোষণার খসড়া চূড়ান্ত হয়। বৈঠকের আগে সুব্রত চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আজকের বৈঠক মূলত বিগত বৈঠকের ফলোআপ। খুব শিগগরিই জোটের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক বৈঠক হবে। সেখান থেকে নেওয়া সিদ্ধান্ত দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।’

এদিকে বৈঠক চলাকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা আ স ম আব্দুর রবের বাসার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা বিএনপিকে সন্ত্রাসী দল ও তারেক রহমানকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন এবং বিএনপির সঙ্গে বৃহত্তর জাতীয় ঐক্য করায় বি চৌধুরী, ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে স্লোগান দেন।

সারাবাংলা/এজেড/একে

আরও পড়ুন

রবের বাসায় বৈঠকে নেতারা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর