Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে বিএনপি’


১২ অক্টোবর ২০১৮ ২০:২৯

।। সারাবাংলা ডেস্ক ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগার থেকে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এর আগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করে জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগর শাখা।

শাহাদাত বলেন, বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকারে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম আমাদের সকলের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশি।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে শাহাদাত বলেন, ‘আমরা অতীতেও সব পূজাপার্বণে আপনাদের পাশে ছিলাম। এবারও দুর্গাপূজায় আপনাদের পাশে আমরা থাকব। ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে পাবেন।

চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজীব ধর তমালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, আইন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট নেজাম উদ্দিন খান, বিএনপি নেতা তৌহিদুস সালাম নিশাদ, হিন্দু ফোরাম নেতা রূপক মল্লিক, সঞ্জয় ধর, বাপ্পি দে, বিশ্বজিৎ চক্রবর্তী, জীবন মিত্র রাজ, রনি দাশ, নয়ন দাশ, প্রাপ্ত বাসক, সজীব দত্ত, নয়ন নাথ ও রতন দাশ।

এ সময় হিন্দু সম্প্রদায়ের পাঁচশ’র বেশি নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর