Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় কেজি সোনাসহ চোরাচালান চক্রের ৩ সদস্য আটক


১২ অক্টোবর ২০১৮ ২০:৫৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৬ কেজি ওজনের ৬০টি সোনার বারসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় তাদের আটক করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. সারওয়ার বিন কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলে অভিযান চালানো হয়েছিল।

আটক ব্যক্তিরা হলেন, আব্দুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৩০), তার সহযোগী মৃত ইজ্জত আলীর ছেলে মজিদুল ইসলাম (৫০) এবং নজরুল ইসলামের ছেলে মো. রিয়াজুল ইসলাম। তাদের বাড়ি যশোর জেলায়।

সারওয়ার বিন কাশেম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- তাদের কাজ শুধু নির্দিষ্ট জায়গায় সোনার চালান পৌঁছে দেওয়া। প্রতি চালানে তারা পেত ৭ হাজার টাকা। মাসে ৩ থেকে ৪টি করে চালান পৌঁছে দিতে হতো তাদের। ৬ মাস আগে এই চক্রে জড়িয়ে পড়ে তারা।

সারাবাংলা/এসএইচ/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর