ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু
১৩ অক্টোবর ২০১৮ ১১:৫০
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইদুর রহমান (৬৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারারক্ষী মো. হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আবু হানিফ জানান, সকালে কারাগারের ভিতর অসুস্থ্য হয়ে পড়লে কারা চিকিৎসকের নির্দেশে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য ছিলেন। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সারাবাংলা/এসএসআর/এমএইচ