রামপুরায় কেনিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার
৪ জানুয়ারি ২০১৮ ১৪:২৩
স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর রামপুরা থেকে বালাক (৩৪) নামের এক কেনিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ২টার দিকে বালাককে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সে সময় তাকে অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতাল (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘রামপুরার ওই এলাকায় ভাড়া থাকতেন বালাক। এক সময় তিনি চট্রগ্রাম মোহামেডান ক্লাবের হয়ে ফুটবল খেলতেন। এখন বালাক কী করতেন বিষয়টি জানা নেই।’
বালাক যে বাসায় থাকতেন সে বাসার দারোয়ানের বরাত নজরুল ইসলাম বলেন, ‘কেনিয়ার নাগরিক বালাক বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। তার মৃত্যু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ততের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
সারাবাংলা/এসএস/টিএম/আইজেকে