আশুলিয়ায় আলাদা ঘটনায় ৩ জনের মৃত্যু
১৩ অক্টোবর ২০১৮ ১৬:৩৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
আশুলিয়া : সাভারের আশুলিয়ায় আলাদা ঘটনায় তিনজন মারা গেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, শনিবার (১৩ অক্টোবর) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় তাজুল ইসলাম (২৮) নামের এক গার্মেন্টস শ্রমিকের লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে আশুলিয়ার পল্লীবদ্যুৎ এর ডেন্ডাবর এলাকায়ও আরেক ব্যক্তির লাশ পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি নিয়ে যায়। ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
এছাড়া, আশুলিয়ার কুমকুমারী এলাকায় নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে নারগিস আক্তার (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি। ময়নাতদন্ত ছাড়াই নারগিরকে দাফন করা হয়েছে।
এদিকে, সকালে আশুলিয়ার কবিরপুর এলাকায় যাত্রীশুন্য একটি বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসটি আগনে পুড়ে গেছে। তবে চালক বা তার সহকারী কেউ বাসটিতে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সারাবাংলা/এসএমএন