জবিতে সাংবাদিক প্রবেশে না, ভর্তি পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগ!
১৩ অক্টোবর ২০১৮ ১৭:৩০
।। জবি করেসপন্ডেন্ট ।।
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী বিবিএ ১ম বর্ষের ‘ইউনিট-৩’ (বাণিজ্য শাখা) এর ভর্তি পরীক্ষার কেন্দ্রে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ছাত্রলীগের অবাধ প্রবেশ লক্ষ্য করা গেছে! শনিবার (১৩ অক্টোবর) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল ১০ টাথেকে ইউনিট-৩ এর ভর্তি পরীক্ষা শুরু হয়। কেন্দ্রে ভর্তি পরীক্ষার্থী ছাড়া কেউ প্রবেশ করতে না পারলেও ছাত্রলীগ কর্মীরা ‘হেল্প ডেক্স’ এর নামে ভিতরে অবাধে প্রবেশ করে। এসময় তাদের কেউ কেউ ক্রিকেট বল নিয়েও ভেতরে ঢোকে।’
বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে থেকে দেখা যায়, নতুন ভবনের আন্ডার গ্রাউন্ডে বেশ কিছু ছাত্রলীগ কর্মী আনাগোনা করছে অবাধে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে থাকা অ্যাকাউান্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী শাকিলের কাছে ভিতরে অবস্থানের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি পরীক্ষার্থী না, ছাত্রলীগের স্বেচ্ছাসেবক হিসেবে আছি।’
ভিতরে শুধু শাকিল নয় এমন অনেক ছাত্রলীগ কর্মীকেই দেখা যায়, যারা পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে অবস্থান করেছিল। এসময় পুলিশ কিংবা প্রশাসনের কাউকে তাদের বাধা দিতে দেখা যায়নি।
অপরদিকে, অন্যান্য দিনের মতো উপাচার্যের প্রেস ব্রিফিংয়ের জন্য সাংবাদিকরা ভিতরে প্রবেশ করতে চাইলে তাদের সরাসরি বাধা দেয় প্রক্টরিয়াল বডি। পরে মূল ফটকের বাইরে তাদের হাতে প্রেস রিলিজ ধরিয়ে দেওয়া হয়।
ছাত্রলীগকে প্রবেশ করতে দিলেও সাংবাদিকদের বাধা দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরে মোহাম্মদ বলেন, ‘ছাত্রলীগের কাউকে অনুমতি দেওয়া হয় নাই। তারা কেন্দ্রের ভিতরে পানি বিতরণ করছিল। এছাড়া দুয়েকজন হয়তো দরকারে প্রবেশ করতে পারে। তাছাড়া সাংবাদিক প্রবেশেও কোনো নিষেধাজ্ঞা ছিল না।’
উল্লেখ্য, এবারের লিখিত ভর্তি পরীক্ষার জন্য ৬৪৯টি আসনের বিপরীতে ম্যানুয়াল রোলধারী ১৫জন শিক্ষার্থীসহ সর্বমোট ১১ হাজার ১৩৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।
সারাবাংলা/জেআর/এমও