Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোনে ডেকে নেওয়ার কয়েক ঘণ্টা পর খালে মিলল গলা কাটা লাশ


১৩ অক্টোবর ২০১৮ ১৭:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ভৈরব : ভৈরবে বাড়ি থেকে টেলিফোনে ডেকে নিয়ে সেলিম মিয়া (৪০) নামে এক ব্যক্তির হাত-পা বেঁধে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে শিমুলকান্দি ইউনিয়নের তেয়ারীরচর খালে সেলিম মিয়ার লাশ পাওয়া যায়। পরো স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, সেলিম মিয়ার ভাইয়ের মেয়ের স্বামী আসাদ মিয়া শনিবার ভোরে তাকে টেলিফোন করেন। তিনি সেলিমকে পাশের একটি বাগানে ডেকে নেন। পরে সকাল ১০টা বেজে গেলেও সেলিম বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে খবর আসে যে, সেলিমের হাত-পা বাঁধা লাশ তেয়ারীরচর খালের ধারে পড়ে আছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

সেলিম মিয়ার শ্বশুর লিয়াকত আলী অভিযোগ করে বলেন, আসাদ মিয়া তার মেয়ের স্বামীকে হত্যা করেছে। তিনি এর বিচার চান।

এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান জানান, নিহত সেলিমের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ী কোপানোর চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে লাশ দেখে মনে হচ্ছে, হত্যা করা হয়েছে মূলত গলা কেটে। তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং সন্দেহভাজন আসাদ মিয়ার খোঁজ পেলে মৃত্যুর কারণটি নিশ্চিত হওয়া যাবে।

সারাবাংলা/এসএমএন

গলা কাটা লাশ ভৈরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর