বরিশালে ৯ কেন্দ্রের পুনঃভোটে উপস্থিত ৬০ শতাংশ ভোটার
১৩ অক্টোবর ২০১৮ ১৮:৩০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বরিশাল : সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাতিল হয়ে যাওয়া নয় কেন্দ্রের পুনঃভোট।
কেন্দ্রগুলোতে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৪৫। এরমধ্যে প্রায় ৬০ ভাগ ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমান। নয়টি কেন্দ্রের মধ্যে দুই এক জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে বলে জানান তিনি।
এর মধ্যে বরিশাল নগরির ১৭ নম্বর ওয়ার্ডের সিটি কলেজ কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত মো. ইকবাল হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুরের নয়নপুর এলাকার বাসিন্দা।
এছাড়া ৫৮ নম্বর কেন্দ্রে নগরীর ফারিয়া কমিউনিটি সেন্টারে সন্দেহভাজন হিসেবে আট জনকে আটক করেছে পুলিশ। যাছাই-বাছাই সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সারাবাংলা/এসএমএন