Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৪ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ


৪ জানুয়ারি ২০১৮ ১৬:৫৪

স্টাফ করেসপন্ডেন্ট

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ৩৪ জনকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সলিসিটর (দায়িত্বপ্রাপ্ত) রঞ্জন কুমার শাহা স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশ ক্রমে এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকাতে দেখা যায় মোট ৩৪ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়েগপ্রাপ্ত আইনজীবীরা হলেন— বশির আহমেদ, শেখ সাইফুজ্জামান (জামান), প্রতিকার চাকমা, ইয়াসমিন বিথী, তাইফুর কবীর, সমরেন্দ্র নাথ বিশ্বাস, মো. আশেক মোমিন, মোহাম্মদ মোস্তফা জামাল, মো. আমিনুর রহমান চৌধুরী টিকু, এম এ কামরুল হাসান খান (আসলাম), বেগম খালেদা বিজলী, মো. জাবের, মো. গোলাম মোস্তফা, খন্দকার বশির আহমেদ, মো. মহিউদ্দীন দেওয়ান, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ফরিদুল আলম তালুকদার, এস এম গোলাম মোস্তফা, জয়নাল আবেদীন (সেলিম), মো. এনামুল হক মোল্লা, অপূর্ব কুমার ভট্টাচারর‌্য, এ কে এম দাউদুর রহমান মিনা, এ কে এম আমিন উদ্দীন, ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার), রাফি আহম্মেদ, মো. আমিনুল ইসলাম, জেসমিন সুলতানা (সামশাদ), নুসরাত জাহান, কাজী ইবাদত হোসেন, মো. মনোয়ার হোসেন, রহিমা খাতুন, এমরান আহম্মদ ভূঁইয়া, অরবিন্দ কুমার রায় ও এম ডি রেজাউল করিম।

সলিসিটর কার্যালয়ের ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দ্য বাংলাদেশ ল অফিসার অর্ডার ১৯৭২-এর ৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্ন বর্ণিত ৩৪ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর‌্যন্ত বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।’

সারাবাংলা/এজেডকে/টিএম/আইজেকে


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর